হাজীগঞ্জে জুয়াড়ি ও সাজাপ্রাপ্তসহ আটক ৮

স্টাফ রিপোটার : হাজীগঞ্জ থানার বিশেষ অভিযানে ৬ জুয়াড়ী ও ২ পলাতক আসামীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।

১৬ মে রাতে হাজীগঞ্জ থানার এস আই আব্দুল মান্নান ও জসিম উদ্দিন এর নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা কালে উপজেলার ৬নং বড়কূল পূব ইউনিয়নের মোল্লাডহর গ্রামের কবির হোসেন এর বসত ঘরের সামনে জুয়া খেলার সময় ০৬ জুয়াড়ীকে হাতে নাতে আটক করেছে।

এরা হলেন, কবির হোসেন(৩৫), পিতা-আবু তাহের, মুকবুল হোসেন(৩০) পিতা-মৃত মজিবুর রহমান, সবুজ মিয়া (৩০) পিতা হাফিজ উদ্দিন, শাহজাহান(২৫) পিতা-আবুল কাশেম, বিল্লাল হোসেন(২৮) পিতা-লাল মিয়া, আটককৃত সবার বাড়ী একই গ্রামে এবং আবু সুফিয়ান(২৫) পিতা-ইসলাম মোল্লার বাড়ী ফরিদগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামে বলে জানা যায়।

জুয়া খেলার প্লেইন কার্ড এক বান্ডিল ও নগদ ২২০ টাকাসহ তাদেরকে গ্রেফতার করে জুয়া আইনের ৪ ধারায় হাজীগঞ্জ ননএফআইআর প্রসিকিউশন দিয়ে বৃহস্পতিবার চাঁদপুর আদালতে প্রেরন করা হয়।

এদিকে অন্য একটি অভিযানে এএসআই জহিরুল ইসলাম, সুমন চাকমা, কামাল হোসেন ও মাঈন উদ্দিন মিলে হাজীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভূক্ত পলাতক দুই আসামীকে আটক করে।

এরা হলেন, উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের ওয়াদুদ বেপার ছেলে খোকন ওয়ালিদ ও একই উপজেলার কাইজাঙ্গা গ্রামের আ. হাসিম মুন্সীর ছেলে আলাউদ্দিন মুন্সি। আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

একই রকম খবর

Leave a Comment