হাজীগঞ্জে জেলা বিএনপির কাউন্সিলে ৮টি ইউনিটের ফলাফল ঘোষনা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হাজীগঞ্জে ৮টি ইউনিটের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ এপ্রিল) দুপুর ২টায় থেকে বিকেল ৫টায় পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন চলে।

জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক এর বাসভবনে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এদিন হাজীগঞ্জ, শাহরাস্তি, মতলব উত্তর, মতলব দক্ষিণ বিএনপির একাংশের ভোটাররা তাদের পছন্দের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীকে ভোট প্রদান করেন। পরে বিকেল সাড়ে ৫ টায় হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ মিঠানিয়া ব্রিজ সংলগ্ন আনন্দ প্যালেসে স্থানীয় সাংবাদিকদের ডেকে ফলাফল ঘোষনা করেন নির্বাচনে নিয়োজিত দায়িত্ব প্রাপ্তরা। ওই সময় জেলার গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।

৮টি ইউনিটের প্রাপ্ত ভোটের ফলাফলে কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক ৭১১ ভোট পেয়েছেন। সভাপতি পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক মাত্র ১১ ভোট পেয়েছেন এবং এস এম কামাল উদ্দিন চৌধুরী ভোট পেয়েছেন ৮২ ভোট।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে মোস্তফা খান সফরী ৬৫৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী গোলাম মোস্তফা ১০৪ ভোট, চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খানঁ মো. সফিকুজ্জামান ৪১ ভোট ও এ্যাডভোকেট সেলিম উল্যা ১ ভোট পেয়েছেন।

ফলাফল ঘোষনাকালে জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান শাহীন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, উপজেলা যুবদলের আহবায়ক আকতার হোসেন দুলাল, সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, যুগ্ন-আহবায়ক হুমায়ন কবির সুমনসহ মতলব উত্তর, মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম খবর