হাজীগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ।। চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে আকিব পাটওয়ারী (৪) ও তানিশা আক্তার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।

রোববার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলার বাড্ডা পাটওয়ারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আকিব ওই বাড়ির মো. বরকত পাটওয়ারীর ছেলে এবং তানিশা আকিবের ফুফা কচুয়া উপজেলার হাসিমপুর গ্রামের দিদার আলম পাটওয়ারীর মেয়ে।

বাড্ডা গ্রামের ব্যবসায়ী আব্দুল হাই পাটওয়ারী জানান, তানিশা সোমবার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে আকিব ও তানিশা খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। টের পেয়ে পরিবারের লোকজন শিশু দু’টিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সুলতানা রাজিয়া তাদের মৃত ঘোষণা করেন।

একই রকম খবর

Leave a Comment