হাজীগঞ্জে পুকুরে নিহত কিশোরদের মৃত্যুতে নানা গুঞ্জন, পানি পরীক্ষা করতে বিশেষ টিম

সাইফুল ইসলাম সিফাত : হাজীগঞ্জে গত ৫ জুন পানিতে ডুবে চার কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দেশব্যাপী আলোচনার ঝড় সৃষ্টি হয়েছে।

বুধবার দৈনিক চাঁদপুর খবর এর প্রথম পৃষ্ঠায় সংবাদটি গুরুত্বের সাথে প্রকাশ করে। এ ঘটনায় বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করে।

এসময় তিনি এ চার পরিবারের মাঝে জেলা প্রশাসকের দেওয়া ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা অনুদান প্রদান করেন। এবং পুকুরটির পানি পরীক্ষার জন্য বিশেষ টিম ঘঠন করেন। এ ছাড়াও তিনি ঘটনাস্থলকৃত পুকুরে কাউকে গোসল করা, পুকুরের পানি পান করা ও সব ধরণের ব্যবহার নিষিদ্ধ রাখার নির্দেশ দেন।

সকালে হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের পাশে রান্ধুনীমুড়া গ্রামের ওই চার কিশোরের বাড়িতে সরজমিনে গেলে দেখা যায়, স্বজনদের কান্না। নিহত রাহুল, লিওন, শামীম ও রায়হানের স্বজনদের বিলাপ থামেনি। সন্তান হারা মায়েদের আত্মনাতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার শোকাহত মানুষ ঐ বাড়িতে ভিড় করছে। শুধু তাই নয়, পুকুর পাড়ে হাজার হাজার উৎসুক জনতা ঘটনাটি জানার জন্য ভিড় করছে। রান্ধুনীমুড়া বৈষ্ণব বাড়ির ওই পুকুরটি চাষ করে ওই এলাকার বেশ কয়েকজন। চাষীরা মাছ রক্ষণাবেক্ষণের স্বার্থে পুকুরে বিদ্যুতের তার পেলে রাখতে পারে। তাই সচেতন এলাকাবাসীর ধারনা পুকুরটির পাশে বৈদ্যুতিক তার পড়ে আছে। সেই তারেই জড়িয়েই এই কিশোরদের মৃত্যু হতে পারে। নিহত চার কিশোরের পরিবারের পক্ষ থেকে ছেলেদের মৃত্যুতে কোন প্রতিবাদ না করলেও এ ধরণের ঘটনা যেন না ঘটে সেজন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ দাবি করছেন।

ওই পুকুরের মাছ চাষি মো. শাহিন বলেন আমরা নিয়মিত এ পুকুরে মাছ চাষ করে আসছি। কোন ধরনের হিংসাত্বক মনোভাব আমাদের ছিল না।
এ ব্যাপারে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম চাঁদপুর খবরকে বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদন করায় আমরা ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করার অনুমতি দিয়েছি। আমার ধারণা পুকুরে বিষাক্ত গ্যাস থাকতে পারে সে কারনেই এই দূর্ঘটনা ঘটেছে।
জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া বলেন, আমি সকালে (বুধবার) ঘটনাস্থল পরিদর্শন করেছি, নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসক কর্তৃক ২০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদানের পাশাপাশি ওই পুকুরের পানি পরীক্ষা করার জন্য একটি বিশেষ টিম পাঠিয়েছি।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে দিঘীতে গোসল করতে গিয়ে উপজেলার রান্ধুনীমুড়া গ্রামের শুকু কমিশনারের বাড়ির চার কিশোর লিয়ন, রাহুল, শামীম, রায়হানের মৃত্যু হয়।

একই রকম খবর

Leave a Comment