হাজীগঞ্জে ফেলে যাওয়া শিশুটি অবশেষে মায়ের কোলে

স্টাফ রিপোটার : চাঁদপুরের হাজীগঞ্জে মায়ের ফেলে যাওয়া শিশু বিলকিছ (৫) এক সপ্তাহ পর অবশেষে মায়ের কোলে ফিরলো। শনিবার রাতে বিলকিছের বাবা আবুল বাশার ওরফে বাদশা ড্রাইভার, ইউপি সদস্য মো. আবুল বাসার উপস্থিতিতে তার মা মায়া বেগমের কাছে হস্তান্তর করেন থানা অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম।

জানা গেছে, গত ১৪ জুলাই শনিবার বিকালে প্রাকৃতিক ডাকে সাড়া দেয়ার কথা বলে বিলকিছের মা মায়া বেগম হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে তাকে রেখে পালিয়ে যায়। পরে শিশুটিকে থানা পুলিশ নিজেদের হেফাজতে রাখে।

শিশু বিলকিছ হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বেতয়িাপাড়া গ্রামের আবুল বাশার ওরফে বাদশা ড্রাইভার এবং রাজশাহী জেলার পুটিয়া থানার বানেশ্বর (ঠান্ডারপাড়া) গ্রামের মোসা. মায়া বেগমের মেয়ে। এদিকে শিশুকে হস্তান্তরকালে থানা অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম তার ব্যক্তিগত মোবাইল নম্বরটি শিশুটির বাবা এবং মাকে দিয়ে বলেন, শিশুটির পড়ালেখাসহ যে কোন সমস্যায় তাকে অবহিত করার জন্য অনুরোধ করেন। তিনি আর্থিক সহযোগিতাসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম জানান, মা স্বামী পরিত্যক্তা হওয়ার কারণে শিশুটি তার বাবাকে চিনে না এবং বাবার সাথে যেতে চায়না। তাই শিশুটির ভবিষ্যতের কথা বিবেচনা করে মায়ের কাছে দিয়ে দেয়া হয়। মায়ের বিয়ে না হওয়া পর্যন্ত শিশুটি তার কাছে থাকবে। বাবা শিশুটির খরচ বাবদ ৫ থেকে ৬ হাজার টাকা প্রতি মাসে দিবে এবং মায়ের বিয়ে হলে শিশুটিকে বাবার কাছে হস্তান্তর করা হবে বলে তারা উভয় লিখিত অঙ্গিকার করে।

একই রকম খবর

Leave a Comment