হাজীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন

হাজীগঞ্জ সংবাদদাতা: চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর খেলায় হাজীগঞ্জ পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বৃহস্পতিবার (১৯ মে) বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে মাঠে অনুষ্ঠিত খেলায় বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদ একাদশকে ট্রাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে হাজীগঞ্জ পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়।

২০১৮ইং সালের পর থেকে চলতি বছরসহ এ নিয়ে চারবার অনুষ্ঠিত এই খেলায় হাজীগঞ্জ পৌরসভা একাদশ ৩ বার চ্যাম্পিয়ন ও একবার রানারআপ হয়।

এর মধ্যে চলতি বছর ২০২২, ২০২১ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন ও ২০১৯ সালে রানারআপ হয় এবং ২০২০ সালে অতিমারি করোনা ভাইরাসের কারনে জাতীয়ভাবে এ খেলা অনুষ্ঠিত হয়নি।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত ৬০ মিনিটের নির্ধারিত খেলায় কোন দল গোল করতে পারেনি। পরে ট্রাইব্রেকারে ৪-২ গোলে বড়কুল ইউনিয়ন পরিষদকে হারিয়ে হাজীগঞ্জ পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।

এরপর অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দল ও রানারআপ দলের হাতে ট্রফি এবং ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব টুর্নামেন্টে প্রাপ্ত খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক, হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমবায় কর্মকর্তা ফেরদৌস আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

শিক্ষক জাহিদ হাসানের সঞ্চালনায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদি হাছান রাব্বি, সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও অতিথিবৃন্দ ও কয়েক সহস্রাধীক ক্রীড়ামোদী দর্শক ।

একই রকম খবর