মনিরুজ্জামান বাবলু : এবার রোগী সেজে ভুয়া কবিরাজ ধরলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন। এর পূর্বে তিনি ভুয়া চক্ষু ডাক্তারকে গ্রেফতার করে জেলহাজতে পাঠান।
শনিবার বিকালে আটককৃত ভুয়া কবিরাজ হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মফিজুল এর স্ত্রী মারজানা আক্তার। রবিবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন জানান, উপজেলায় কোন ভুয়া কবিরাজ প্রতারণার মাধ্যমে কাউকে ধোকা দিয়ে অর্থ হাসিল করতে পারবে না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে এসব কবিরাজ এর মাধ্যমে সাধারণ জনগণকে ধোকা দিয়ে বোকা বানিয়ে সুকৌশলে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা একটি দালাল চক্র । মারজান কবিরাজের বাড়ির আশেপাশে একটি চক্র রোগী সেজে ঘরে প্রবেশ করে । উপকার পাওয়ার তালবাহানা ও সাফাই গেয়ে নানান ভাবে উপস্থিত রোগীদের প্রতারণার জালে ফেলে ।
এলাকাবাসী জানায়, বিভিন্ন স্থান থেকে শত শত রোগীরা এসে উপকার পায় এমন কি উপস্থিত রোগীদেরকে দালাল চক্র তাদের নাম ঠিকানা ও মোবাইল নাম্বার সংগ্রহ করে বিভিন্নভাবে জিন কবিরাজ এর কন্ঠে কথা বলে ভয় ভীতি প্রদর্শন করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি, ওসি (তদন্ত) আবদুর রশিদসহ নারী পুলিশ সদস্যবৃন্দ।