মনিরুজ্জামান বাবলু : চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পৌর এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় রাজমিস্ত্রি তফিকুল ইসলাম মুন্সী (৪৫) নিহত হয়েছে।
বুধবার বিকেল ৫ ঘটিকায় পৌরসভার বিলওয়াই নামকস্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত তফিকুল ইসলাম মুন্সী বিলওয়াই গ্রামের মুন্সীর বাড়ীর বাসিন্দা। তার তিন ছেলে ও ২ মেয়ে সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সড়ক পার হতে গিয়ে তফিকুলকে চাঁদপুরগামী মাইক্রোবাস ধাক্কা দেয়। পরে স্থানীয়রা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ পৌর প্যানেল মেয়র রায়হানুর রহমান জনি ও পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন বলেন, মাইক্রোবাসটি রেখে চালক পালিয়ে গেছে। পুলিশ নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।