হাবিবুর রহমান: হাজীগঞ্জ ২১ বছরের যুবতী কর্তৃক ১৬ বছরের কিশোরকে তুলে নিয়ে বিয়ে অতঃপর বিচ্ছেদের খবর পাওয়া গেছে।
যারা যায় হাজিগঞ্জ উপজেলার সুবিদপুর চৈয়াল বাড়ির শাহজাহানের মেয়ে সাথী আক্তার একই উপজেলার রান্ধুনী মুড়া গ্রামের মোঃ ফারুক চৌধুরীর কিশোর পুত্র মোঃ শাওন ১৬ কে জোরপূর্বক তুলে নিয়ে ১৯ জুন ২০২২ চাঁদপুরে নোটারি পাবলিক এর মাধ্যমে বিবাহ সম্পন্ন করা হয়।
শাওনের পিতা মোঃ ফারুক চৌধুরী তার কিশোর পুত্রের বাল্যবিবাহের সংবাদ পাওয়ার পর নোটারি পাবলিক কার্যালয় থেকে শাওনের বিবাহ সংক্রান্ত এবিডিবিটি উদ্ধার করে এবং পরবর্তীতে গত ২১ জুন ২০২২ তারিখে শাওনের পিতা মোঃ ফারুক চৌধুরী উক্ত অবৈধ বিবাহ বিচ্ছেদ ঘটায়।
ঘটনার বিবরণ ও পারিবারিক সূত্রে জানা যায় মোঃ শাওন হাজীগঞ্জ উপজেলার হাজেরাআলী ক্যাডেট মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র। সাথী আক্তার একই উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুবিদপুর সোহেল বাড়ির মোহাম্মদ শাহজাহান মিয়ার কন্যা সাথী আক্তার । মোবাইল ফোনের সুবাদে সাথী আক্তার শাওনকে গত ১৯জুন চাঁদপুর উপজেলারপল্লী বিদ্যুৎ পার্কে নিয়ে যায় ।সেখান থেকে কতিপয় যুবক তাকে জোরপূর্বক চাঁদপুর নোটারি পাবলিকের কার্যালয়ে নিয়ে গেলে সেখানে তাদের পূর্বের চুক্তি অনুযায়ী বিবাহ সম্পন্ন করা হয়।
পরবর্তিতে শাওনের পরিবার বিষয়টি জানার পর নোটারি পাবলিক চাঁদপুর গিয়ে উক্ত বিবাহটি লটারির মাধ্যমে অযকর করা হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।