হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জের বাকিলায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫’শ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (১৯ মে) দুপুরে উপজেলার বাকিলা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ অভিযান পরিচালনা করে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে বাজারের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সটকে পড়ে ব্যবসায়ীরা।
জানা গেছে, ভোক্তা অধিকার আইনে বাজারের ২টি খাদ্যের দোকান ও ২টি ফার্মেসীকে ১২ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়। এ সময় বাজারের বেশ কয়েকটি মুদি দোকান ও ফার্মেসীতে অভিযান পরিচালনা করে ব্যবসায়ীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের জেলা সহকারী পরিচালন নূর হোসেন।
এ ব্যাপারে নূর হোসেন বলেন, ভোক্তার অধিকার নিশ্চিতকরণে এবং জনসচেতনতার লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।