হাজীগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগ বৃহৎ রাজনৈতিক দল। এখানে নেতৃত্ব বা পদের জন্য লড়াই থাকবে। তবে প্রতিহিংসা এবং দলের বিপক্ষে বা বিরুদ্ধে কোন কাজ করা যাবে না। প্রয়োজনে এবং দলীয় স্বার্থে এক ও ঐক্যবদ্ধ হয়ে নেতা-কর্মীদের কাজ করতে হবে।
শনিবার গর্ন্ধব্যপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে জ¦ালানী, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক ইঞ্জি. মোহাম্মদ হোসাইন প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, দলীয় সভানেত্রী ও জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত। তিনি যেভাবে বলবেন, সেভাবেই আমাদের কাজ করতে হবে। দল যাকে মনোনয়ন দিবে, তাকে বিজয়ী করার লক্ষে আমাদের কাজ করতে হবে। দলীয় নেতা-কর্মী হিসেবে মনে রাখতে হবে, আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য থাকবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী আলমগীর হোসেন এর সভাপতিত্বে কাকৈরতলা জনতা কলেজে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগৈর সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, ইউপি সদস্য ইমাম হোসেন হীরা, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গাজী ওলিউল্যাহ্, যুবলীগের সহ-সভাপতি আলী আহম্মদ ভুইয়া প্রমূখ।
ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রেজাউল করিম রাজুর সঞ্চালনায় ইফতার মাহফিলে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, কাউছার আলম, ওয়ালী উল্যাহ্, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মহসিন পাটওয়ারী, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সুমন, ছাত্রনেতা আ.করিমসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।