হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জ থানার তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী, হাজীগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর পৌর বিএনপির সদস্য, ৮টি মাদক মামলার আসামী খোরশেদ আলম ভূট্রোকে ১’শ পিস ইয়াবাসহ করা হয়েছে ।এ সময় তার সাথে থাকা তার ভাই সোহেল ওরফে লেংড়া সোহেলকেও আটক করা হয় । তার মামার বাড়ী লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার পৌরসভাধীন কলসোমা গ্রাম থেকে তাদেরকে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ।বৃহস্পতিবার রাত ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রয়কালে তাদের ২ভাইকে ১’শ পিস ইয়াবাসহ আটক করা হয়।আটক খোরশেদ আলম ভূট্রো হাজীগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত নিবাচিত কাউন্সিলর এবং সোহেল তার সহোদর ভাই। তাদের পিতার নাম আবু তাহের মাস্টার। তারা হাজীগঞ্জ হকার্স মার্কেটে নিজস্ব বিল্ডিংয়ে বস-বাস করে। এ ভবন থেকে তাদেরকে কয়েকবার ইয়াবা ও ফেন্সিডিল’সহ আটক করেছিল হাজীগঞ্জ থানা পুলিশ ও ডিবি। এ ছাড়াও শাহরাস্তি থানায়ও খোরশেদ আলম ভূট্রো ফেন্সিডিলসহ আটক হয়েছিল।ভূট্রোর ভাই সোহেল দীর্ঘ দিন হাজীগঞ্জ হকার্স মার্কেট ও পৌরসভাধীন রান্ধুনীমুড়া ১০, ১১ ও ১২নং ওয়ার্ডে ফেন্সিডিল, ইয়াবা ও নেশার ইনজেকশান বিক্রয় করতো।
চাঁদপুর জেলায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান শুরু হলে এবং কয়েকজন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ক্রসফায়ারে নিহত হলে এলাকা থেকে পালিয়ে যায় খোরশেদ আলম ভূট্রো। সে ও তার ভাই সোহেল রামগঞ্জে মামার বাড়ীতে থেকে মোবাইল ফোনের মাধ্যমে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ তোতা মিয়া জানান, আটক খোরশেদ আলম ভূট্রো ও তার ভাই সোহেলের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।