হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথ বাক্যপাঠ শনিবার (১২ মে) বিকেলে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন কমিশনার ও উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মনি সূত্রধরের সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর-৫ (হাজীগঞ্জ -শাহরাস্তি) আসনের সংসদ সদস্য, নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।

বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনের সহকারী নির্বাচন কমিশনার ইকবালুজ্জামান ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি জিয়াউর রহমান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আশ্রাফ দুলাল, আলহাজ্ব সেলিম মিয়া, শহর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম-আহবায়ক জাকির হোসেন সোহেল, সাবেক ছাত্রনেতা নাহিদুল ইসলাম সোহেল, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ -সভাপতি ফিরোজ আলম কিরন, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাছান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আরিফ আলম, মারুফ হোসেন অনিক প্রমুখ।

শপথ বাক্য পাঠ করে দায়িত্বভার গ্রহণ করেন (সভাপতি) আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, (সাধারণ সম্পাদক) হৃদয় পারভেজ সুজন, (সাংগঠনিক সম্পাদক) মাসদু আলম, (সহ-সভাপতি) আলহাজ্ব মিজানুর রহমান, (যুগ্ম-সাধারণ সম্পাদক) শাহাব উদ্দীন শাবুসহ নির্বাচিত সম্পাদকবৃন্দ।

ওয়ার্ড কমিশনারগণ শপথ বাক্য পাঠ করে নতুন পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন।

একই রকম খবর

Leave a Comment