চাঁদপুর খবর রিপোর্ট : পরিবেশ বিপর্যয়ের এই সময়ে একটি উৎকৃষ্ট কাজ করলেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ পিপিএম (বার)। তিনি পরিদর্শন শেষে সার্কেল অফিসের প্রাঙ্গনে বৃক্ষরোন করেন।
হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলা নিয়ে হচ্ছে হাজীগঞ্জ সার্কেল। মঙ্গলবার (১২ মে) হাজীগঞ্জ সার্কেল অফিস পরিদর্শন করেন এসপি। এ সময় তিনি উক্ত সার্কেল অফিস পরিদর্শনে অফিসের সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদন করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ পিপিএম, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) কে ফুল দিয়ে বরণ করা হয়।