স্টাফ রিপোর্টার : ঘূর্ণিঝড় ‘ফণি’র প্রভাবে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নে ঘূর্ণিঝড় ‘ফণি’র প্রভাবে ক্ষতিগ্রস্থদের ত্রাণসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আপনারা চিন্তিত হবেনা না। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। যার যা প্রয়োজন, তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।
এরপূর্বে তিনি ক্ষতিগ্রস্ত বিভিন্ন বসতঘর পরিদর্শন করেন । হানারচর ইউনিয়ন পরিষদের শনিবার রাতসাড়ে ৮টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০টি ক্ষতিগ্রস্থ পরিবার মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরান হোসাইন সজীব, হানারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তার রাঢ়ী,সচিব এম এ কুদ্দুস রোকন প্রমুখ।