স্টাফ রিপোর্টার : যৌন হয়রানি, বাল্যবিবাহ ও সাইবার বুলিং এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে হামানকর্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে কমিউনিটি ওয়াচ গ্রুপ গঠন করা হয়েছে।
শনিবার ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মেজনিন প্রকল্পের উদ্যেগে চাঁদপুর সদর উপজেলার হামানকর্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে ওয়াচ গ্রæপ গঠসে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষের সভাপতিত্বে এবং সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জুনিয়র সেক্টর স্পেশালিষ্ট মো. আফসার উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মানিক, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক কালাচাঁদ দাস অসিত, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আয়েশা আক্তার, মৈশাদী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ফারহানা ইভা, এসএমসি সদস্য মো. শাহজালাল সরকার, মো. জালাল উদ্দিন, চিকিৎসক ডা. মো. বসির আহমদ, যুব প্রতিনিধি উম্মে হাবিবা অন্তুসহ অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা যৌন হয়রানি, বাল্যবিবাহ ও সাইবার বুলিং এর বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহŸান জানানো হয় যাতে করে বিদ্যালয়ের মেয়েরা এ সমস্যার কারনে স্কুলে আসা বন্ধ না হয়। পরে সকলের সম্মতি ক্রমে তের সদস্য বিশিষ্ট কমিউনিটি ওয়াচ গ্রæপ গঠন করা হয়।