হামানকর্দী গ্রামের কলেজ ছাত্র রায়হান পারভেজ খান নিখোঁজ!

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের হামানকর্দী গ্রামের নিবাসী রায়হান পারভেজ খান বৃস্পতিবার (৭ জুন ) থেকে নিখোঁজ হয়ে গেছে । তাকে পাওয়া যাচ্ছে না ।

তার বয়স ১৮ বছর । তার জন্ম তারিখ :২০/৫/২০০০ ইং । সে হাজীগঞ্জ মডেল কলেজে এবারে এইসএসসি পরীক্ষা দিয়েছে । তার পিতার নাম ডাঃ মোঃ দেলোয়ার হোসেন খান দুলাল । তার শাহতলী বাজারে ঔষধের ফার্মেসী রয়েছে । মাতা মিসেস রায়হানা ফেরদাউস । তার বাড়ী হামানকর্দী খান বাড়ী ।

এ ব্যাপারে গতকাল নিখোঁজ রায়হান পারভেজের পিতা দেলোয়ার হোসেন খান বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় জিডি করা হয়েছে । জিডি নং ৩৫৩ তাং ৮/৬/২০১৮ খ্রি: ।

এ ব্যাপারে রায়হান পারভেজ খানের পিতা ডাঃ দেলোয়ার হোসেন দুলাল (শুক্রবার ) ৮ জুন দুপুরে দৈনিক চাঁদপুর খবরকে জানান, বৃস্পতিবার দুপুর ১টার দিকে আমার ছেলে রায়হান পারভেজ হাজীগঞ্জ যাওয়ার পথে নিখোঁজ হয়ে গেছে । তার ব্যক্তিগত মোবাইল নাম্বার( ০১৯৯৬৪৫১৩৩১ ) বন্ধ পাওয়া যাচ্ছে । অনেক খোঁজা খোঁজিও করে তার সন্ধ্যান পাচ্ছি না ।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় জিডি (নং ৩৫৩ )করা হয়েছে । কেউ যদি আমার সন্ধ্যান পান তাহলে আমার মোবাইল নাম্বারে ( ০১৮১১১৫৯০৮২) যোগাযোগ করতে অনুরোধ করা হলো ।

একই রকম খবর

Leave a Comment