হামানকর্দ্দিতে পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার রেনু নষ্ট করেছে দুবৃর্ত্তরা !

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মান্নান মাস্টারের ছেলে মিজান খানের রেনু পোনা চাষকৃত পুকুরে বিষ প্রয়োগ করেছে দুবৃর্ত্তরা।

এতে তার ১ লাখ টাকার মাছের রেনু ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে। এ নিয়ে এলাকার মাছ চাষীরা চরম আতঙ্কে রয়েছে। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছে।

জানাযায়, মিজান খান দীর্ঘদিন পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরে মাছ চাষ করে আসছে। চলতি বছর পুকুরে বেশি লাভের আশায় বিভিন্ন প্রজাতের রেনু পোনার চাষ করেছে সে। কিন্তু শনিবার দিবাগত রাতে কে বা কাহারা বিষ প্রয়োগ করে পুকুরের সমস্ত রেনু পোনা মেরে পেলেছে।

এতে তার মারাত্মক ক্ষয়-ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থান থেকে মিজান খান ধারদেনা করে রেনু চাষ করেছে। রাতের আধারে বিষ প্রয়োগ করে রেনু মাছ নষ্ট করায় আর্থীক ভাবে সে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রেনু চাষী মিজান খান জানান, গত কয়েক বছর এ পুকুরে মাছ চাষ করে অনেক লোকশানের কবলে পড়েছে সে। এ বছর ও লাভের আশায় ধার দেনা করে রেনুর চাষ করে। কিন্তু কে বা কারা ইষান্বিত হয়ে বিষ প্রয়োগ করে তার বড় ধরনের ক্ষতি করেছে।

পুকুরে বিষ প্রয়োগের ঘটনাটি এলাকার চার দিকে ছড়িয়ে পড়লে শত শত লোক পুকুর পাড়ে মরা মাছের দৃশ্য দেখতে ছুটে এসেছে।

একই রকম খবর