হামানকর্দ্দির জামাল খানের মাতৃবিয়োগ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদরের হামাকদ্দি গ্রামের বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগি ও মৈশাদী ইউনিয়ন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা আলহাজ্ব জামাল খানের মাতা আনোয়ারা বেগম  বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় হামানকদ্দিস্থ নিজ বাস গৃহে ইন্তেকাল করেছেন(ইন্না…. রাজেউন ) ।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর । তিনি ৩ মেয়ে ও ৫ ছেলেসহ বহু নাতি-নাতনি এবং গুণগ্রাহী রেখে গেছেন । ওইদিন বাদ আসর হামানকদ্দি দারুল উলুম মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্টিত হয় ।

জানাজায় এলাকার বিভিন্ন ব্যাক্তিবর্গসহ বহু মুসল্লি অংশ নেন । মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন শাহতলী কামিল মাদ্রাসার সহসভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী ,মৈশাদী ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক ,সচিব আবু বক্কর মানিক , ইউপি ফারুক সরকার ,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো:তারেক খান ।

একই রকম খবর