হামানকর্দ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ সম্পন্ন

মোঃ রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ৫৪নং হামানকর্দ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহালম মিয়াজীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ বাদল খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধূলা হচ্ছে পড়ালেখার একটি অংশ। পড়াশুনার পাশাপাশি খেলাধূলাও করতে হবে। খেলাধূলা করলে মন ভালো থাকে। তোমাদের আনন্দের মাধ্যমে সঠিক শিক্ষা গ্রহন করতে হবে। আজকে যারা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছো তাদেরকে অভিনন্দন। আর যারা বিজয়ী হতে পারনি তারা আগামির জন্য নিজেদের তৈরি করতে হবে।

তিনি বলেন, শিক্ষা লাভের প্রথম স্তর হচ্ছে প্রাথমিক শিক্ষা। এখান থেকেই তোমাদের ভালোভাবে নিজেকে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাবলী রানী ঘোষ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ সোহরাব হোসাইন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির দাতা সদস্য ফয়সাল পাটওয়ারী, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীমা আক্তার, সহকারি শিক্ষক মোঃ মাহবুবুর রহমান।

বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকসহ অন্যান্য অতিথি ও শিক্ষকবৃন্দ।

অনূষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহালম মিয়াজী। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

একই রকম খবর