স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের বার্ষিকক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ শনিবার (১৩ জুলাই) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ডাঃ জে আর ওয়াদুদ টিপু।
তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার বিকল্প নেই । শিক্ষার মান উন্নয়নে সরকার ব্যাপক কাজ করছে । মাননীয় চাঁদপুরের কৃতিসন্তান শিক্ষামন্ত্রী ডা:দীপু মনি শিক্ষাব্যবস্থায় ব্যাপক ব্যাপক কাজ করছে । ব্যাপক পরিবর্তণ এনেছেন । অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন । চাঁদপুর জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অবকাঠামো উন্নয়ন করেছেন । পর্যায়μমে অবশিষ্ট ভবনও করা হবে । এই অঞ্চলের প্রতিটি প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়ন হয়েছে । কেউ উন্নয়ন থেকে বঞ্চিত হবেন না । আমরা মাননীয় মন্ত্রীকে সহযোগিতা করতে হবে । তিনি চাঁদপুরের সুনাম ও খ্যাতি এনে দিয়েছেন ।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রাকিব উদ্দিন জুয়েল ঢালীর সভাপতিত্বে সহকারী শিক্ষক শওকত হোসেন দীপুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম পাটওয়ারী।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, স্থানীয় এমপির প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র-সহ সভাপতি লিটন সরকার, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজাদ খান, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম মিঠু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক খান, সাধারণ সম্পাদক ইকবাল মৃধাসহ বিদ্যালেয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।