চাঁদপুরে হাসপাতাল কর্তৃপক্ষ ও সেবাগ্রহীতাদের অংশগ্রহণে মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি : ‘স্বাস্থ্যসেবায় চাই স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনঅংশগ্রহণ’ এই শ্লোগান নিয়ে হাসপাতাল প্রদত্ত সেবায় সুশাসন প্রতিষ্ঠা এবং সেবার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে গতকাল ২৯ আগস্ট ২০১৮ হাসপাতাল কর্তৃপক্ষ, সেবাগ্রহীতা ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে মতবিনিময় সভা বেলা সাড়ে ১২টায় হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সনাক সদস্য ও সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আনোয়ারুল আজিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহবুব আলম।

প্রধান অতিথির বক্তব্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ মোঃ আনোয়ারুল আজিম বলেন, হাসপাতালের সেবার মান বৃদ্ধির মাধ্যমে সরকারের আস্থার প্রতিদান দিতে চাই। আজকের এই মতবিনিময়ের মাধ্যমে সেবাদাতা ও সেবা গ্রহীতা উভয়েরই উপকৃত হবে। তিনি বলেন, আপনারা আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন।

তিনি আরও বলেন, প্রতিদিন প্রায় ৯০০-১০০০জন সেবাগ্রহীতা এই হাসপাতালে সেবা নিতে আসে এবং হাসপাতালের চিকিৎসকগণ এই পরিমান রোগীর সেবা অক্লান্তভাবে প্রদান করে যাচ্ছেন। হাসপাতালে রোগী এবং তাদের সাথে আসা অতিরিক্ত দর্শনার্থীদের কারণে হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন রাখা খুবই দূরহ কাজ। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তিনি বলেন, হাসপাতালে যেসকল ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা রয়েছে তা সমাধানের চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, হাসপাতালে প্রায়ই বিছিন্ন কিছু ঘটনা ঘটে এবং মাঝে মাঝে সেবাদাতাগণ সংঘাত, ঝুঁকি ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়ে পড়ে। সকলের সহযোগিতার মাধ্যমে হাসপাতালের সকল সমস্যা সমাধান করে সেবার মান আরও বৃদ্ধি করা হবে। এছাড়াও তিনি সেবাগ্রহীতাদের কাছ থেকে উত্থাপিত বিভিন্ন সমস্যা ও সুপারিশের উত্তর দেন এবং সমস্যাসমূহ দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি মতবিনিময় সভা আয়োজন করার জন্য সনাক-টিআইবিকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহবুব আলম বলেন, আগে আমরা প্রত্যেকে যদি সৎ ও নীতিবান হই তাহলে এই পুরো সমাজ একদিন সৎ ও নীতিনির্ভর হবে।

হাসপাতালে অনেক সীমাবদ্ধতা আছে। তা থাকা সত্তে¡ও আমরা সেবা প্রদান করে যাচ্ছি। হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চলমান রয়েছে। তবে হাসপাতালে কিছু সমস্যাও রয়েছে। আমরা আশা করছি আপনাদের সহযোগিতায় তা সমাধানও হবে। তিনি আরও বলেন, হাসপাতালের সবচেয়ে যে বড় সমস্যাটি তা হলো বিশুদ্ধ পানির সমস্যা। আমরা আশা করছি চাঁদপুর পৌরসভার মেয়র মহোদয়ের সহযোগিতায় তা অচিরেই সমাধান করা হবে।

এছাড়াও তিনি বিগত সভার সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন সম্পর্কিত অবস্থা পর্যালোচনা করেন। কিছু কিছু সমস্যা ইতোমধ্যেই সমাধান হয়েছে। আর বাকী সমস্যাগুলোর সমাধান চলমান রয়েছে। তিনি হাসপাতালের সেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে সনাক সদস্য ও সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া বলেন, সনাক-টিআইবি কোন পুলিশি কর্মকান্ড বাস্তবায়ন করে না। সনাক-টিআইবি মূলত ৩০ লক্ষ শহীদের রক্তের ঋণ ও এ সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতিমুক্ত করা যায় এজন্য দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, আমরা সেবাদাতা ও সেবাগ্রহীতাদের কাছ থেকে সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে থাকি। তিনি আরও বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে হাসপাতালের সেবার মানোন্নয়ন করতে হবে। তবে বিভিন্ন দিক দিয়ে হাসপাতালে সেবার মানের অনেক পরিবর্তন এসেছে। রোগীদের কাছ থেকে উত্থাপিত সমস্যাগুলো সমাধানে আমরা আশা করছি হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

এছাড়াও বক্তব্য প্রদান করেন হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (চর্ম) ডাঃ এসএম হাসিনুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন সনাকের সাবেক আহবায়ক ও সদস্য প্রফেসর মনোহর আলী। বিগত সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন সম্পর্কিত অবস্থা পর্যালোচনা ও হাসপাতালের সেবা সম্পর্কিত ‘কুইক সার্ভে’ থেকে প্রাপ্ত তথ্য উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানা। টিআইবি’র রাজন চন্দ্র দে’র সঞ্চালনায় সেবাগ্রহীতাদের প্রাপ্য সেবা ও সেবা প্রাপ্তিতে সীমাবদ্ধতা, তথ্যের সহজলভ্যতা, নারীদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের গৃহীত উদ্যোগ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রস্তাবনা/সুপারিশসমূহ নিয়ে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন-চাঁদপুর আত্মনিবেদীতা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক ডাঃ এসএম মুস্তাফিজুর রহমান, চাঁদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহজাহান চোকদার, জেলা ক্যাব-এর সহ-সভাপতি মোস্তফা রুহুল আনোয়ার, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি পীযূষ কান্তি রায় চৌধুরী, নবরুপ মানবিক উন্নয়ন সংস্থার সভাপতি বিল্লাল হোসেন, নার্সিং সুপারভাইজার মাকসুদা আক্তার, নার্সিং ইনস্ট্রাক্টর সরস্বতী অধিকারী, হাসপাতালের ভর্তিকৃত রোগী বাবুল পাটওয়ারী, চম্পা বেগম ও মোঃ জাফর হোসাইন প্রমুখ।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে হাসপাতালের চিকিৎসক, সনাক সদস্য, সেবিকা, বিশিষ্ট নাগরিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, হাসপাতালের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইয়েস ও ইয়েস ফ্রেন্ড্স সদস্য এবং টিআইবি’র কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।

একই রকম খবর

Leave a Comment