স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ নাসিম উদ্দিন বলেছেন, সোশ্যাল মিডিয়া সহ সর্বত্র পদ্মা সেতুতে শিশুর কল্লা লাগবে বলে যে গুজব রটেছে। তা সম্পূর্ন ভিত্তিহীন এবং অসত্য।সরকারকে হেয় করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই একটি কুচক্র মহল অসৎ উদ্দেশ্যে এসব গুজব ছড়াচ্ছে।
২৪ জুলাই বুধবার সকালে গুজব প্রতিরোধে চাঁদপুর হাসানআলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সমাজের অসহায় ভবগুরে ও কিছু পথচারীকে ঘৃণ্যভাবে পিটিয়ে ওই কুচুক্রী মহল ছেলেধরা বলে প্রচার করছে। তাই এসব গুজুব প্রতিরোধে সামাজিক সচেতনতাই যথেষ্ট।তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,স্কুলে বাচ্চা পাঠাতে কোন রকমের আতঙ্কিত হবার কিছু নেই। গুজুব রটানোকারীদের বিষয়ে আমরা ট্রহল পুলিশ বাড়ানো সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।কোথাও কোন কিছু সন্দেহজনক মনে হলে থানায় বা ৯৯৯ এ কল করে যোগাযোগ করুন।মনে রাখবেন কোন রকমের অপ্রতিকর ঘটনার জন্ম দিয়ে আইন কেউ নিজের হাতে তুলে নিলে তার শাস্তি হবে ভয়াবহ। আসুন আমরা সবাই মিলেমিশে চাঁদপুরের শান্তি বজায় রাখতে সচেষ্ট হই।
এ সময় স্কুলের প্রধান শিক্ষক ইছমত আরা শাফি বন্যা সহ অন্যান্য অভিভাবক ও কয়েক’শ স্কুল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।এর আগে ওসি নাসিম উদ্দিন শহরের আরো বেশ কয়েকটি স্কুলে গিয়ে গুজব প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মতবিনিময় সভা করেন।