হোসেনপুর মাদ্রাসার অধ্যক্ষ গোলাম মাওলার ইন্তেকাল

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার হোসেনপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ এসএম গোলাম মাওলা সোমবার (২৪ জুন) রাত সাড়ে ৮টায় চাঁদপুর সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে ওনার বয়স হয়েছে প্রায় ৫৫ বছর।

সোমবার (২৪ জুন) রাত সাড়ে ১১টায় চাঁদপুর শহরের মিশন রোডস্থ শাহী জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ওনি মিশন রোডস্থ বাসায় বসবাস করতেন। জানাযার ইমামতি করেন, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান। জানাজায় অংশ নেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জামান,জেলা এিনপির যুগ্ম সম্পাদক মুনির চেীধূরী,বিএনপির নেতা খলিল গাজীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও বিএনপির নেতৃবৃন্দ ।

ওনার গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুরে। দ্বিতীয় জানাযা ওনার নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
জানা যায়, এসএম গোলাম মাওলা দীর্ঘদিন যাবৎ লিভার ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।

অধ্যক্ষ এসএম গোলাম মাওলা চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি ও জেলা কাজী সমিতির সহ-সভাপতি এবং ইব্রাহীমপুর ইউনিয়নের কাজী ছিলেন। এর আগে তিনি ঢাকায় একটি মাদ্রাসায় দায়িত্ব পালন করেছেন।

এদিকে অধ্যক্ষ এসএম গোলাম মাওলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজিম দেওয়ান, চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, চান্দ্রা নূরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও চাঁদপুর সদর উপজেলা মজিয়তুল মুর্দারেসিন এর সভাপতি মাও. এটিএম মোস্তফা হামিদি, মান্দারী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমেদ মান্দারী, বাগাদী দরবার শরীফের পীরজাদা মাওলানা মু. মাহফুজ উল্যাহ খান ইউসুফী, মান্দারী আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক মো. তারিকুল ইসলাম।

একই রকম খবর