শাহরাস্তিতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার

স্বপন কর্মকার মিঠুন : দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেল হতে বাহির না করা পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে। দেশের মানুষ অস্থির হয়ে উঠেছে। দেশে যত দিন এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে তত দিন গণতন্ত্র মুক্তি পাবেনা। ঈদের পর এই জালিম সরকারকে ক্ষমতাচ্যুত করতে দিধাদ›দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন নামতে হবে।

শনিবার বিকেল ৫টায় শাহরাস্তি পৌরসভার টিন্ডটি মাঠ সংলগø বিএনপির অস্থায়ী কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও ইফতার মাহফিলে বক্তারা এ কথা বলেন।

পৌর বিএনপির আহবায়ক শেখ বেলায়েত হোসেন সেলিমের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি সদস্য মোঃ শাহাজাহান মজুমদার সাজু ও উপজেলা যুবদলের সভাপতি সাইফুল করিম মিনারের যৌথ উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজিগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ ড. আমগীর কবির পাটওয়ারী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মিন্টু।

বিষেশে অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজিগঞ্জ বিএনপি যুাগ্ম আহবায়ক দিলদার হোসেন কিসলু, উপজেলা বিএনপি নেতা সালাউদ্দিন ফারুক মাসুম, পৌর যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেন ভূঞা, পৌর বিএনপি নেতা হাজি মিজানুর রহমান, হাজিগঞ্জ উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আকবর হোসেন মৃধা পৌর যুবদল যুগ্ম আহবায়ক হুমায়ুণ কবির, শাহরাস্তি উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক শাহদাত হোসেন মাষ্টার, আমান উল্যা আমান, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক আকতার হোসেন চৌধুরী, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মাহবুব আলম, পৌর যুবদল আহবায়ক তাজুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক আবুল কাশেম আকাশ, পৌর সেচ্চা সেবক সভাপতি আদনা নোমান, সাধারণ সনম্পাদক হানিফ মিয়াজি শাহরাস্তি উপজেলা ছাত্রদল আহবায়ক জুবায়ের আল নাহিয়ান রাজু প্রমুখ।

প্রধান বক্তা কেন্দ্রীয় তাঁতী দলের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গির আলম তার বক্তব্যে বলেন, এই সরকার অধীন নিরপেক্ষ নির্বাচন হবে না। কারাবন্ধী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। তা না হলে দেশে র্দুবার আন্দোলন শুরু হবে। আমরা দেশনেত্রীকে জেলে রেখে নির্বাচনে যাব না এবং জেল হতে বাহির না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। আসুন আজ আমরা সকল কোন্দল ভূলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে জেল হতে বাহির করে সরকার হঠাও কর্মসূচীতে অংশ গ্রহন করি।

একই রকম খবর

Leave a Comment