চাঁদপুর খবর রিপোর্ট : পুলিশে চাকুরি নিতে ১০০টাকায় ব্যাংক চালান ও তিন টাকা মূল্যের কনেস্টবল ভর্তি ফরম ক্রয় ব্যতিত অতিরিক্ত কোনো অর্থ খরচ করতে হবে হবে না।
মোট ১০৩ টাকায় পুলিশে চাকুরী পাবে ।আবেদন থেকে শুরু করে চাকুরী পাওয়া পর্যন্ত আর কোন খরচ লাগবে না । স¤প্রতি চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির, বিপিএম, পিপিএম সাংবাদিক সম্মেলন করে এ ঘোষণা দেন।
এছাড়া একটি সর্তকীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ‘সম্মানিত চাঁদপুরবাসীর জন্যে জানানো জাইতেছে যে, আগামী ২২জুন ২০১৯ তারিখে চাঁদপুর জেলায় পুরুষ ও নারী কনেস্টবল পদে ভর্তির জন্যে যাছাই বাছাই করা হবে।
শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে মেধার ভিত্তিতে যোগ্যতা সম্পন্ন প্রার্থী নির্বাচিত করা হবে। ১০০টাকায় ব্যাংক চালান ও তিন টাকা মূল্যের কনেস্টবল ভর্তি ফরম ক্রয় ছাড়া কোনো অর্থ ক্রয় করা প্রয়োজন হবে না।
নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেনে জড়িত হয়ে প্রতারিত হবেন না। নিয়োগ সংক্রান্ত কোনো ব্যাক্তি বা পুলিশ সদস্য অনিয়ম ও অর্থিক লেনদেনে জড়িত হলে আইনানুগ বা বিভাগীয় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা পুলিশের ব্যানারেও বিজ্ঞপ্তিটি ফেসবুকে ঘুরছে।