সাইদ হোসেন অপু চৌধুরী : আসন্ন চাঁদপুর জেলা পরিষদের নির্বাচন করবেন কিনা সেই ব্যাপারে ১৫ই সেপ্টেম্বরের পর চূড়ান্তভাবে সিদ্ধান্ত জানাবেন জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী।
গতকাল রবিবার সন্ধ্যায় দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সাথে আলাপচারিতায় এ কথা বলেন ।
আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা নিবাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন চাঁদপুর জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী।
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে নির্বাচনে পুনরায় অংশগ্রহণ করার আগ্রহ নিয়ে জানতে চাইলে দৈনিক চাঁদপুর খবরের সাথে তিনি এক প্রতিক্রিয়ায় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী এক প্রতিক্রিয়ায় বলেন, আগামী ১৫ই সেপ্টেম্বরের পর আমার প্রার্থিতা নিয়ে চূড়ান্তভাবে সিদ্ধান্ত জানাবো। তিনি সবার নিকট দোয়া কামনা করেছেন ।
এদিকে আলহাজ ওচমান গনি পাটওয়ারীর কর্মী ও সমর্থিত নেতাকর্মীরা ইতিমধ্যে ফেসবুকের মাধ্যমে জেলা পরিষদের চেয়ারম্যান পদে তার নির্বাচনের বিষয়ে প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন।