চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর ডিএনসির অভিযানে ডিএনসির সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন সার্বিক তত্বাবধানে ১৬কেজি গাঁজা ও ১০বোতল ফেনসিডিলসহ ৪মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ডিএনসির পরিদশর্ক বাপন সেন এর নেতৃত্বে গঠিত রেডিং টীম চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী নিশি বিল্ডিং এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ হানিফ মিয়া (৪৫), পিতা- মৃত মোঃ কালা মিয়া, মাতা-হাছনা বেগম, স্থায়ী সাং-কাটা বিল (বোরকা মজিব মিয়ার বাড়ী, নোয়াখালী কালা মিয়ার বাড়ী), কুমিল্লা সিটি কর্পোরেশন, থানা- কোতয়ালী মডেল,
জেলা-কুমিল্লা), আসামী মোঃ সাজল মিয়া (২৮), পিতা- মৃত আবুল হোসেন, মাতা-মৃত নুরজাহান বেগম, স্থায়ী সাং- লেী কোনা গোবিন্দ পুকুর পাড়, (মনু মিয়ার বাড়ী, আরতদার জাকির হোসেন এর বাড়ী), কুমিল্লা সিটি কর্পোরেশন, থানা- কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা কে আটক করা হয়। তাদের উভয়কে ৪ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ডিএনসির উপ-পরিদর্শক মোহাম্মদ মজিবর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
অন্য একটি অভিযানে ডিএনসির পরিদর্শক বাপন সে চাঁদপুর সদর থানাধীন উত্তর শ্রীরামদী নিশি রোডস্থ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ জুম্মান মিয়াজি (২৩), পিতা- মোঃ রিপন মিয়াজি, মাতা-শান্তি বেগম, স্থায়ী সাং-কালিয়াইশ (মিয়াজি বাড়ী), নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন, থানা-মতলব দক্ষিণ, জেলা- চাঁদপুর ও আসামী মোঃ আফফান (২৮), পিতা- মোঃ শাহজান, মাতা- রাশিদা বেগম,
স্থায়ী সাং- কালিয়াইশ (লতিফ প্রধানিয়া বাড়ী), নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন, থানা-মতলব দক্ষিণ, জেলা- চাঁদপুর কে আটক করে। তাদের উভয়কে ১২ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।