১৭ জুন একাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্কের ফাইনাল ও চাঁদপুর কণ্ঠের রজতজয়ন্তী

প্রেস বিজ্ঞপ্তি : আগামী ১৭ জুন ২০১৯ সোমবার একাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার উল্লাস (ফাইনাল) পর্ব ও চাঁদপুর কণ্ঠের রজতজয়ন্তী চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে বিতর্কের ফাইনাল এবং সন্ধ্যায় রজতজয়ন্তীর অনুষ্ঠান।

বিতর্কের ফাইনালে প্রাথমিক পর্যায়ে অংশ নেবে শাহরাস্তি ন্যাশনাল ভিক্টোরী স্কুল এন্ড কলেজ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল (বাংলা মাধ্যম), চাঁদপুর।

মাধ্যমিক পর্যায়ে অংশ নেবে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বাবুরহাট হাইস্কুল এন্ড কলেজ। কলেজ পর্যায়ে অংশ নেবে চাঁদপুর সরকারি মহিলা কলেজ ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজ। ইংরেজি পর্যায়ে অংশ নেবে ড্যফোডিল ইন্টারন্যাশনাল স্কুল (ইংরেজি মাধ্যম), চাঁদপুর ও চাঁদপুর সরকারি মহিলা কলেজ।

সকাল-সন্ধ্যার অনুষ্ঠানে আগ্রহী সকলকে উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানিয়েছেন চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আলহাজ¦ অ্যাডঃ ইকবাল-বিন-বাশার এবং প্রধান সম্পাদক কাজী শাহাদাত।

একই রকম খবর