চাঁদপুর খবর রিপোর্ট : বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি আগামী ১৯ জুলাই শুক্রবার চাঁদপুর জেলা সফরে আসছেন।
তিনি এদিন সড়ক যোগে সকাল ১১টায় চাঁদপুর পৌঁছে চাঁদপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। পরে দুপুর ১২টায় অরুণ নন্দী সুইমিংপুলে একাদশ জেলা সাঁতার প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন।
দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর স্টেডিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে মৎস্য মেলার উদ্বোধন শেষে দুপুর ১টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষ মেলার উদ্বোধন করবেন।
পরে বিকেল ৩টায় হাইমচর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ও বিকেল ৫টায় চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশে যোগদান করবেন।
সন্ধ্যা ৬টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান শেষে সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসক পান্ডুলিপি পুরস্কার প্রদান করবেন। পরে রাত ৮টায় পৌর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগদান শেষে চাঁদপুর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।