চাঁদপুর খবর রিপোর্ট : আগামি ১৯ জুলাই শুক্রাবার চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে দিনব্যাপী সাংবাদিক সমাবেশ-২০১৯ অনুষ্ঠিত হবে।
এদিন সকাল ১০টায় চাঁদপুর জেলা শহর ও উপজেলা থেকে আগত সাংবাদিকদের রিপোর্টিং এর মাধ্যমে শুরু হবে।
সকালের পর্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান। দিনব্যাপি অনুষ্ঠিত হবে সাংবাদিকদের মিলন মেলা।
বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি । দিনব্যাপি সাংবাদিক সমাবেশে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, অনুষ্ঠান পরিচালনা করবেন প্রেসক্লারেব সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর।
উক্ত অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, চাঁদপুর জেলা শহর ,উপজেলা পর্যায়ের তালিকাভুক্ত (চাঁদপুর প্রেসক্লাব কর্তৃক) সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন প্রেসক্লারেব সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর।