প্রিয়সহকর্মী,
সালাম ও শুভেচ্ছানিবেন। চাঁদপুর প্রেসক্লাবের ২০২২ সালেরঅর্ধ-বার্ষিকসাধারণসভা ও ঈদ পুনর্মিলনীআগামী ৫ আগস্ট, শুক্রবার বেলা ১১.০০ টায় প্রেসক্লাবের তৃতীয়তলামিলনায়তনেঅনুষ্ঠিতহবে।
অর্ধ-বার্ষিকসাধারণসভা ও ঈদ পুনর্মিলনীঅনুষ্ঠানেচাঁদপুর প্রেসক্লাবেরসাধারণপরিষদ সদস্য, প্রতিষ্ঠাতাসদস্য, আজীবনসদস্য ও সম্মানিত সদস্যদের যথাসময়েউপস্থিত থাকারজন্য অনুরোধকরাহলো।
উল্লেখ্য, গত ১৫দিন আগে এই বিজ্ঞপ্তিসংশ্লিষ্টদের জ্ঞাতার্থে পাঠানোহয়েছে। ইতোমধ্যে কেউ যদি বিজ্ঞপ্তিনা পেয়ে থাকেন, সেক্ষেত্রেপত্রিকায়প্রকাশিতবিজ্ঞপ্তিটিচুড়ান্তবিজ্ঞপ্তিহিসেবেবিবেচিতহবে।
বি : দ্র: সাধারণসভাশুরুর পূর্বে ঈদ পুনর্মিলনী ও সভাশেষেমধ্যাহ্নভোজঅনুষ্ঠিতহবে।
সভারআলোচ্যসূচি :
১. বিগতবার্ষিকসাধারণসভারকার্যবিবরণীপাঠ ও অনুমোদন।
২. সাধারণসম্পাদকের অর্ধ-বার্ষিকপ্রতিবেদন উপস্থাপন।
৩. অর্ধ-বার্ষিকহিসাব উপস্থাপন।
৪. এলিটলাক্সারী হোটেলেরঅগ্রীম বাবদ প্রাপ্তটাকাপ্রসংগে।
৫. বিবিধ।
গিয়াসউদ্দিনমিলন রিয়াদ ফেরদৌস
সভাপতি সাধারণসম্পাদক
চাঁদপুর প্রেসক্লাব। চাঁদপুর প্রেসক্লাব।