২০ জুন শাহতলী কলেজের প্রতিষ্ঠাতা এ.টি. আহমেদ হোসাইন রুশদীর মৃত্যুবার্ষিকী

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ বহু প্রতিষ্ঠানের রুপকার শাহ্তলী জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা এ টি আহমেদ হোসাইন রুশদীর ২০ জুন বৃস্পতিবার ৪৪তম মৃত্যুবার্ষিকী।

১৯৭৫ সালের এই দিনে তিনি ঢাকার হ্যালি ফ্যামেলি হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুবাষিকী উপলক্ষ্যে এদিন বৃস্পতিবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলাধীন শাহ্তলী জিলানী চিশ্তী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যৌথভাবে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে এদিন সকাল সাড়ে ৯টায় মরহুমের কবর জিয়ারত,১০টায় শাহতলী কলেজ মিলনায়তনে স্মরণসভা , মিলাদ মাহফিল ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় কোড়পত্র প্রকাশ ।

স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আইয়ুব আলী বেপারী ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা ।

সভাপতিত্ব করবেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।

জানা গেছে, মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী এজিবিতে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে চাকুরী করেছিলেন। চাকুরীকালীন সময়ে তিনি অতীব সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

তিনি শিক্ষা প্রসারের জন্য নিজের বহু অর্থ সম্পদ ও জমি দান করেছিলেন। তিনি শাহতলী কামিল মাদ্রাসা, শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহ্তলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯ নং উত্তর শাহ্তলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩০নং মধ্য শাহ্তলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন।

শিক্ষা বিস্তারে অবদান রাখায় তৎকালীন সরকার তাকে গোল্ড মেডেল ও রুশদী উপাধিতে ভূষিত করেন। উল্লেখ্য শিক্ষাবিদ মরহুম মাওলানা এ. টি. আহমেদ হোসাইন রুশদী দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ও চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি সোহেল রুশদীর দাদা।

একই রকম খবর