আহম্মদ উল্যাহ : চাঁদপুর জেলা সমাজকল্যাণ পরিষদ তহবিল থেকে জেলার বিভিন্ন উপজেলার ২২ জন দরিদ্র ও অসহায় দেরকে ১০ হাজার টাকার করে সর্বমোট ২ লাখ ২২হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুন) বেলা সাড়ে ১২ টার চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান তাঁর কার্যালয়ে উক্ত অনুদানের চেক হস্তান্তর করেন।
এসময় সাথে ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র রাকার।
অনুদার প্রাপ্তিরা হলেন, ছিদ্দিকুর রহমান (বীর মুক্তিযোদ্ধা), গুণরাজদী, চাঁদপুর সদর, মোঃ আবদুর রব হাজরা (বীর মুক্তিযোদ্ধা), ধনপদ্দি, চাঁদপুর সদর, শংকর চন্দ্র দেবনাথ, লোহারপুল, চাঁদপুর পৌরসভা, কাজী মোঃ হাবিব, দঃ তরপুরচন্ডী, চাঁদপুর পৌরসভা, মো. ছিদ্দিকুর রহমান, দাসাদী, চাঁদপুর পৌরসভা, মোঃ সিরাজ ঢালী, মধ্য শ্রীরামদী, চাঁদপুর পৌরসভা, খাদিজা আক্তার, মকিমাবাদ, হাজীগঞ্জ, মো. ওমর ফারুক খান, হাঁসা, হরিপুর, ফরিদগঞ্জ, হাসিনা বেগম, পশ্চিম বিষ্ণুদী, চাঁদপুর পৌরসভা, রেনু বেগম, জাফরাবাদ, চাঁদপুর পৌরসভা, হোসনে আরা বেগম, গুণরাজদী, চাঁদপুর পৌরসভা, আমেনা খাতুন, গুণরাজদী, চাঁদপুর পৌরসভা, আমেনা খাতুন, উঃ গুণরাজদী, চাঁদপুর পৌরসভা, কাউছার বেগম, মধ্য গুণরাজদী, চাঁদপুর পৌরসভা, মুরশিদা বেগম টিলাবাড়ি, চাঁদপুর সদর, ফরিদা বেগম, চরকৃষ্ণপুর, হাইমচর, দেলোয়ার হোসেন খান (বীর মুক্তিযোদ্ধা), ছোট সুন্দর, চাঁদপুর সদর, নুরুজ্জামান সরকার (বীর মুক্তিযোদ্ধা), এখলাসপুর, মতলব উত্তর, হরে কৃষ্ণ সরকার, আদালতপাড়া, চাঁদপুর পৌরসভা, মো. আলাউদ্দিন, কয়লাঘাট, চাঁদপুর পৌরসভা, মো. কামাল হোসেন মিজি, এনায়েত নগর , চাঁদপুর পৌরসভা ও আইনউদ্দিন, মাইজকান্দি, মতলব উত্তর, চাঁদপুর।
এদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে সর্বমোট ২ লাখ ২০ হাজার টারার চেক বিতরণ করা হয়।