২৯ ডিসেম্বর ১০নং চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচন

স্টাফ রিপোর্টার : ১০নং চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচন-২০২০-২০২১ সালের জন্য আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌর পাঠাগারে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার শাহ মোঃ আবদুল কুদ্দুস এর কাছ থেকে সভাপতি পদপ্রার্থী মাসুদ বেপারী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ হারুন হাওলাদার, কবির খান ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মানিকসহ মোট ১৫ প্রার্থীমনোনয়ন সংগ্রহ করেন।

বিকেলে পরিদর্শনে আসেন এবং প্রার্থীদের খোঁজ কবর নেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ গাজী, পৌর আওয়ামীলীগ নেতা মঞ্জু মাঝি, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি খোরশেদ হাওলাদার, যুগ্ম সাধারন সম্পাদক রুবেল হাওলাদার সিডুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সভাপতি, সহ-সভাপতি, সহ-সভাপতি (২য়), সাধারন সম্পাদক, যুগ্ম সাধারন সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, প্রচার ও দপ্তর সম্পাদক, সদস্য পদে ৩জনসহ মোট ১১টি পদে মোট ১৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

মঙ্গলবার ১ম দিনে সভাপতি পদে ৩জন, সহ-সভাপতি ১জন, সহ-সভাপতি (২য়) ১জন, সাধারন সম্পাদক ২জন, যুগ্ম সাধারন সম্পাদক ২জন, কোষাধ্যক্ষ ১জন, সাংগঠনিক সম্পাদক ২জন, সদস্য পদে ৩জনসহ মোট ১৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। আজ বুধবারও মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র দাখিল ১২ ডিসেম্বর, যাচাই বাচাই, চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ১৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৪ ডিসেম্বর।

সভাপতি পদে প্রতিক হলোঃ আম, কাঁঠাল, আনারস ও মোমবাতি, সহ-সভাপতি ছাতা ওবই, সহ-সভাপতি (২য়) কলার ছড়া, মোবাইল, সাধারন সম্পাদক প্রজাপতি, গোলাপফুল ও ফুলকপি, যুগ্ম সাধারন সম্পাদক দোয়াত কলম ও চশমা, কোষাধ্যক্ষ উড়োজাহাজ ও আলমিরা, সাংগঠনিক সম্পাদক চেয়ার ও হারিকেন, প্রচার ও দপ্তর সম্পাদক মাইক ও বাইসাইকেল, সদস্য ১ম দেয়ালঘড়ি ও কম্পিউটার, সদস্য (২) টিয়াপাখা ও আঙ্গুর, সদস্য (৩) তালা ও সিলিং ফ্যান। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন শেখ মোঃ জহিরুল ইসলাম, আবদুল্লাহ আল ফারুক, মোঃ মঞ্জুরুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান লিটু।

কয়েকজন ব্যবসায়ীর জানায়, প্রথমবারের মত নির্বাচন হওয়ায় আমরা অনেক আনন্দিত। নতুন রাস্তা নির্মান করে দেওয়ায় চাঁদপুর পৌরসভা কে আমরা চৌধুরীঘাট ব্যবসায়ীরা ধন্যবাদ জানাই।

এ ছাড়া নির্বাচন কে কেন্দ্র করে ব্যবসায়ীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

প্রধান নির্বাচন কমিশনার শাহ মোঃ আবদুল কুদ্দুস জানায়, নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে যে কোন পরিস্থিতি মোকাবেলায় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া বিবেচিত হবে।

একই রকম খবর