২ দিনের সফরে আজ চাঁদপুর আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

চাঁদপুর খবর রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ বৃহস্পতিবার (২৩ মে) ২ দিনের সফরে চাঁদপুর আসছেন।

আজ বৃহস্পতিবার ১১টা ৪০ মিনিটে নদী পথে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। দুপুর ৩টায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত হবেন। বিকেল ৫টায় ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুর ক্লাবে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ করবেন।

বিকেল সাড়ে ৫টায় চাঁদপুর ক্লাবে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। রাত সাড়ে ৭টায় জে এম সেনগুপ্ত রোডস্থ বাসভবনে চাঁদপুর-৩ আসনের সাধারণ জনগণ ও দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করবেন।

আগামি কাল শুক্রবার (২৪ মে) সকাল ১১টায় সদর উপজেলা অডিটোরিয়ামে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, চাল ও নগদ অর্থ বিতরণ করবেন।

সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা অডিটোরিয়ামে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বয়স্ক ও বিধবা ভাতা বই বিতরণ করবেন।

বিকেল সাড়ে ৫টায় চাঁদপুর প্রেসক্লাবে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে যোগদান করবেন।

বিকেল ৬টায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে যোগদান করবেন। রাত ৮টায় ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।

একই রকম খবর