স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর কোস্ট গার্ড বাহিনীর স্টেশন কমান্ডার লে. এম এনায়েত উল্লাহ’র নেতৃত্বে রোববার (২৪ জুন) দুপুর ১টায় পুরান বাজার ট্রাক পট্টি ও ঘোষ পট্টি এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্যে ৩ লাখ টাকা।
জব্দকৃত পলিথিন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার উপস্থিতিতে পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী পরিবেশ রক্ষার নিমিত্তে অবৈধ পলিথিন ব্যবহার রোধকল্পে পলিথিন বাজারজাত, মজুদ এবং ক্রয়-বিক্রয় বন্ধে অভিযান অব্যাহত রাখবে।