চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরবাসীর প্রাণের মেলা মুক্তিযুদ্ধের বিজয় মেলা গৌরবের ২৮ বছরে পর্দাপণ করেছে। আগামী ৬ ডিসেম্বর মাসব্যাপী বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। ৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ অঙ্গীকার পাদদেশে আনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন উদ্বোধক ষাটের দশকের ছাত্রলীগ নেতা, ৬৯ এর গণঅন্দোলনের অন্যতম সংগঠক ও মুক্তিযোদ্ধা মুনির আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান পিএএ, পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপি এম (বার), চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধের বিজয় মেলা স্টিয়ারিং কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মুক্তিযুদ্ধের বিজয় মেলার উপদেষ্টা মন্ডলীর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুরবাসীকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন চাঁদপুর মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা স্টিয়ারিং কমিটির সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ মহসীন পাঠান, চেয়ারম্যান এ্যাডভোকেট বদিউজ্জামান কিরণ ও মহসচিব হারুন আল রশীদ।