স্টাফ রিপোর্টার : চাঁদপুরে বিশেষ ভ্রাম্যমান আদালতে রেজিস্টেশন বিহীন ও ফিটনেসবিহীন সিএনজি অটোরিক্সায় অভিযান চালিয়ে মাদ্রারা রোড এলাকায় মামলা দেওয়া ও জরিমানা করা হয়েছে।
এ ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে চাঁদপুরের বিআরটিএ ৭ টি মামলা ও ৫’হাজার টাকা জরিমানা করা হয়। চাঁদপুরের বিআরটিএ কর্তৃক শহরের মাদ্রাসারোডস্থ লঞ্চঘাটে সোমবার সন্ধার পূর্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা হিরা মনি।
জানাযায়, রোজায় জন সাধারনের যানবাহনে চলাচলের সুবিধার্থে শহরের মাদ্রাসারোডস্থ লঞ্চঘাটে রেজিস্টেশন বিহীন ও ফিটনেসবিহীন সিএনজি অটোরিক্সার অভিযান পরিচালনা করেন চাঁদপুরের বিআরটিএ। এ সময় ৭ টি সিএনজি’র বিরুদ্ধে মামলা ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ’র ইন্সেপেক্টর (অতিরিক্ত দায়িত্ব) জিয়াউদ্দিন।