বোগদাদ বাস চাপায় প্রানে রক্ষা পেলেন ড্রাইভার মাইনুদ্দিন

চাঁদপুর খবর রির্পোট:  গত ২১নভেম্বর চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ঘোষেরহাট এলাকায় কুমিল্লা থেকে আসা ঘাতক বোগদাদ বাসের আঘাতে দুর্ঘটনায় কবলিত সিএনজি চালক মাইনুদ্দিন মিজি (২৭) গুরুতর আহত হয়েছেন। ভাগ্যক্রমে অল্পের জন্য প্রানে রক্ষা পেয়েছেন সে। ঘটনার ৪দিন পর  সরজমিনে অনুসন্ধ্যানে এই তথ্য পাওয়া গেছে। খোদ পুলিশ এই তথ্য পেয়েছে।

গতকাল ২৪নভেম্বর (বৃহস্পতিবার) চাঁদপুর সদর মডেল থানার এসআই সেলিম উল্ল্যাহ সিএনজি ড্রাইভারের বাড়ি হাজীগঞ্জ উপজেলার শ্রীপুরে গিয়ে তদন্ত করে দৈনিক চাঁদপুর খবরকে  এ তথ্য জানান।

এসআই সেলিম উল্ল্যাহ দৈনিক চাঁদপুর খবরকে আরো জানান, সিএনজি ড্রাইভার মাইনুদ্দিন মিজি গুরুতর আহত হয়। অল্পের জন্য সে প্রানে রক্ষা পায়। সে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বর্তমানে হাজীগঞ্জ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন ।

এসআই জানান, আমি সরেজমিনে তদন্ত করে বোগদাদ বাস ঔদিন ওভারটেক করতে গিয়ে সিএনজির উপর বাস উঠিয়ে দেয়। প্রত্যক্ষদর্শী ও সিএনজির ড্রাইভার এ তথ্য নিশ্চিত করেছে।

আহত সিএনজি ডাইভারের নাম মো: মাইনুদ্দিন মিজি, পিতা-আবু তাহের, গ্রাম-শ্রীপুর, উপজেলা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর।

উল্লেখ্য, গত২১নভেম্বর (সোমবার) চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী ঘাতক বোগদাদ বাসের আঘাতে সকাল ১০টায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার ঘোষেরহাট সংলগ্ন বটতলী এলাকায় পূর্বমুখী চাঁদপুর থ- ১১-২১৭০ নম্বরের একটি যাত্রীবাহী সিএনজিকে কুমিল্লা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ঢাকা মেট্রো-ব ১৪-৯৭৬০ নম্বরের বোগদাদ বাস আঘাতে করে। এতে সিএনজিতে থাকা একমাত্র যাত্রী উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা নাজমা আক্তার নিহত হয়।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস বাদী হয়ে এই মামলা করেন । সেই সাথে ঘাতক বোগদাদ বাসটি পুলিশ ওইদিনই জব্দ করেছে ।

দুঘটনার পর চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদসহ থানা পুলিশের ভুমিকা ছিলো প্রশংসনীয় ।

একই ঘটনায় সিএনজি চালক মো: মাইনুদ্দিন মিজি গুরুতর আহত হন। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

একই রকম খবর